ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

পদ নয়, আদর্শকে বুকে ধারন করে প্রবাসে আ’লীগকে শক্তিশালী করুন – এম নজরুল ইসলাম

Tito
নভেম্বর ২০, ২০১৯ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ॥
প্রবাসে দেশ বিরোধী চক্রান্তকারীদের প্রতিহতের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তি যাতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে সে বিষয়ে সকল প্রবাসী ভাইদের সজাগ থাকতে হবে। সোমবার স্পেন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সন্মেলনের উদ্বোধনকালে এ আহ্বান জানান অল ইউরোপীয় আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলাম। মাদ্রিদের ফাইভ স্টার হোটেল রাফায়েলের বল রুমে অনুষ্ঠিত সন্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরোও বলেন, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী জাতির জনকের কণ্যা দেশরতœ শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা যাতে স্মরণীয় হয়ে থাকে সে বিষয়ে সবাইকে সকল ভেদাভেদ ভূলে কাজ করতে হবে। দলীয় পদ নয়, আদর্শকে বুকে ধারন করে বঙ্গবন্ধুর সকল স্তরের সৈনিক প্রবাসে আওয়ামীলীগকে শক্তিশালী প্রমান করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সন্মেলনের প্রথম অধিবেশনে হোটেল রাফায়েলের বল রুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নেতা-কর্মীদের শতস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠানের উদ্বোধক অল ইউরোপীয় আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলাম সন্মেলন উপলক্ষ্যে আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো বানী পাঠ করেন। সন্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক এস আর আই এস রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অল ইউরোপীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান। সন্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব রিজভী আলমের পরিচালনায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন ইতালি আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস ফরাজী, অস্টিয়া আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান সরদার, গ্রীস আওয়ামীলীগের সভাপতি মান্নান মাতব্বর, ডেনমার্ক আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রচার সম্পাদক লুতফর রহমান, স্পেন আওয়ামীলীগের সাবেক সভাপতি শাকিল খান পান্না, অস্ট্রিয়া আওয়ামীলীগ নেতা গাজী মোহাম্মেদ মিয়া, স্পেন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক দুলাল সাফা, সদস্য জাকির হোসেন, দবির তালুকদার, আজম কাল, একরামুজ্জামান কিরণ, জাহাঙ্গীর আলম (বার্সেলোনা), খাদিজা আক্তার মনিকা, টিটো বিশ্বাস, হীরা আলম, মাঈনুল আবেদীন, মহি উদ্দিন, হারুন আমির হোসেন আমু প্রমূখ।
দ্বিতীয় অধিবেশনে হোটেল পুয়েরতা মাদ্রিদ এর লবিতে স্পেনের নেতা-কর্মীদের সাথে আলোচনা করে আগামী মেয়াদে এস আর আই এস রবিন কে সভাপতি এবং রিজভী আলম কে সাধারন সম্পাদক করে নাম ঘোষণা করেন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।