ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর মহিলা কলেজের ৪ শিÿার্থীর মেডিকেলে ভর্তির সুযোগ কলেজের লেখাপড়ার মান নিয়ে অভিভাবক পর্যায়ে সমেত্মাষ প্রকাশ

admin
অক্টোবর ৩১, ২০১৪ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

Monirampur-P
যশোরের ঐতিহ্যবাহী মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ৪ কৃতি ছাত্রী সদ্য প্রকাশিত মেডিকেল ভর্তি পরীÿায় উত্তীর্ন হয়েছে। সংশিস্নষ্ট সুত্রে জানা গেছে, উত্তীর্ন শিÿার্থীরা হলো মণিরামপুর পৌর শহরের বাসিন্দা মোসত্মফা কামালের মেয়ে মাহমুদা খাতুন (কুমিলস্না মেডিকেল কলেজ),মণিরামপুর ইঞ্জিনিয়ার অফিসের কর্মকর্তা আনিছুর রহমানের মেয়ে উম্মে সুমাইয়া আশা (কুমিলস্না মেডিকেল কলেজ), মণিরামপুর উপজেলার বাকোশপোল গ্রামের আবদুল কাদেরের মেয়ে ফারহানা ইয়াসমিন সুমী (বগুড়া মেডিকেল কলেজ) ও মণিরামপুর উপজেলার দেবীদাসপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে আসমা খাতুন সুইটি (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ)। এ ছাড়া মাহফুজা নামের আর এক কৃতি শিÿার্থী ৫২২ নং অপেÿমান তালিকায় স্থান পেয়েছে। যার ভর্তি হওয়ার বিষয়টা অনেকটা নিশ্চিত বলে মণিরামপুর মহিলা কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক মোঃ আব্দুস সবুর আশাবাদ ব্যক্ত করেন। ওই শিÿক জানান, মণিরামপুর মহিলা কলেজের বহু শিÿার্থী প্রতিবছর দেশের বিভিন্ণ বিশ্ববিদ্যালয়সহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে আসছে। এ কলেজের লেখাপড়ার মান নিয়ে অভিভাবক পর্যায়ে তথা বিভিন্ন মহলে যথেষ্ট সুনাম রয়েছে বলে মমত্মব্য করেছেন কলেজের অধ্যÿ মোঃ নুরম্নজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।