বিশেষ প্রতিনিধি ।।
প্রবেশদ্বারে বিনোদন কেন্দ্র লেখা থাকলেও ভিতরে দিনভর চলে অনৈতিক কর্মকান্ড। যা নিয়ে এলাকাবাসী রীতিমত বিব্রতবোধ প্রকাশ করলেও কোন তোয়াক্কা করেন না মালিকপক্ষ। মনিরামপুর পৌর এলাকায় অতিশয় ক্ষুদ্র একটি জায়গায় তাহেরপুর আল আমিন পার্কে দিনের পর দিন এভাবেই অনৈতিক কর্মকান্ড ঘটে চললেও প্রশাসনও রয়েছে রহস্যজনক ভুমিকায়।
খোঁজ খবর নিয়ে জানাযায়, প্রকাশ্যে সর্বক্ষণ অনৈতিক কর্মকান্ড চললেও স্থানীয় প্রভাবশালী একটি মহলের কারনে এলাকাবাসীও মুখ খুলতে পারেনা। প্রতিদিন সকাল হতে সন্ধ্যা পর্যন্ত স্কুল কলেজের শিক্ষার্থীদের যেন নিরাপদ প্রেমকানন গড়ে উঠেছে আল আমিন পার্কটি। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকার শান্তি প্রিয় জনসাধারণ।