ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০১৪
আজকের সর্বশেষ সবখবর

যশোরে মাঠে নেই হরতালকারীরা আওয়ামী লীগের দখলে শহর

admin
নভেম্বর ৫, ২০১৪ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

S-000-00010-700x333
জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন বুধবার সকাল থেকেই মাঠে নেই হরতালকারীরা। মাঠ গরম করছে আওয়ামীলীগ সহ হরতাল বিরধী সংগঠনরা। সকাল থেকে শহর ও শহরতলীর কোথাও পিকেটারদের দেখা যায়নি। তবে সকাল ৮টার দিকে শহরের মণিহার এলাকায় জামায়াতের উদ্যোগে হরতালের সমর্থনে মিছিল হয়েছে বলে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন। এদিকে শহরে আওয়ামী লীগের একাধীক হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ হয়েছে। সকালে যশোরের চৌরাস্থা থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে দড়াটানায় গিয়ে সমাবেশ করে। এর পর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের নেতৃত্বে আরো একটি মিছিল বের হয়ে দড়াটানায় গিয়ে একত্রিত হয়ে সমাবেশ করে।
এদিকে হরতালের কারণে যশোর থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ কোনো রুটের যানবাহন চলাচল করছে না। তবে শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান অধিকাংশই খোলা ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।