বিশেষ প্রতিনিধি।।
স্পেনে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে এ সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। ইতালি, চীন, ইরানের পর করোনায় সর্বাধিক মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে আছে ইউরোপের এ দেশটি। আজ শুক্রবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে ইউরোপের দেশ স্পেনে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। শেষ খবর পর্যন্ত স্পেনে মৃত ১ হাজার ২ জন। এছাড়া এখন পর্যন্ত আক্রান্ত প্রায় ২০ হাজার। করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৫৮৮ জন।