শাহ জালাল, ঢাকা থেকে।।
অবশেষে লকডাউনের পথে বাংলাদেশ। পুলিশ আর সরকারি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি প্রতিষ্ঠান ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষনা করেছে সরকার। করোনার প্রকোপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রনে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
তবে জনস্বার্থে অতিব জরুরী বিবেচনায় কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল খোলা থাকবে। অন্যান্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সিভিল প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা দেবে বাংলাদেশ সেনাবাহিনী। করোনাভাইরাস সংক্রমণরোধে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। প্রধানমন্ত্রী কার্যালয়ে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ২৬ মার্চ থেকেই সারাদেশের সরকারি অফিসগুলো বন্ধ থাকবে। এছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় ৫ এপ্রিল থেকে সরকারি অফিসগুলো খোলা থাকবে।