ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরের পল্লীতে ইউএনও’র ভ্রাম্যমান আদালত : দুই ব্যবসায়ীর জরিমানা

Tito
মার্চ ২৬, ২০২০ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

তাজাম্মুল হোসাইন, মণিরামপুর থেকে।।
করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে সরকারের আদেশ না মানায় যশোরের মণিরামপুরে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন উপজেলার কাশিপুর কাঁঠালতলা বাজারের মুদি দোকানি রফিকুল ইসলাম ও বিজয়রামপুর মান্দারতলা মোড়ের মুদি দোকানি মাহাবুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনাকালে আদালত দেখতে পান করোনা প্রতিরোধে আইন অমান্য করে রফিকুল ইসলাম ও মাহাবুর রহমান দোকান খোলা রেখে লোকসমাগম করেছেন। তাই সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ ধারা অনুযায়ী রফিকুল ইসলামকে দশ হাজার টাকা ও মাহাবুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।