তাজাম্মুল হুসাইন, মণিরামপুর থেকে।।
মণিরামপুর থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মণিরামপুরে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী। শুক্রবার সকাল থেকে তারা পৌর শহরসহ বিভিন্ন জায়গায় টহল শুরু করেন। উপজেলার চিনাটোলা বাজার, ফকিররাস্তা, খেদাপাড়া, সুন্দলপুর, রোহিতাসহ আশপাশ এলাকায় মাইকিং করে জনগণকে ঘরে থাকাসহ করোনা প্রতিরোধে নানা পরামর্শ প্রদাণ করেন। এছাড়াও জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে প্রচারণা চালাতে দেখা গেছে। শহরের দোকান পাট বন্ধ থাকা আর যানবাহন চলাচল সীমিত হওয়ার কারণে বদলে গেছে শহরগুলোর চিরচেনা চিত্র।