মণিরামপুর অফিস :
মণিরামপুরে হত্যা, ডাকাতি-চাঁদাবাজীসহ প্রায় দেড়ডজন মামলার আসামী বাবুল ওরফে পাগলা বাবুল (৩৫)কে মণিরামপুর থানা পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোলা খবীর আহমেদ জানান, বুধবার সস্ত্রাসী বাবুলকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে একটি হত্যা মামলায় এক দিনের রিমান্ডে আনা হয়। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তিতে ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে পৌর এলাকার দূর্গাপুর ও কামালপুর গ্রামের কাঁচা সড়কের পাশে অবস্থিত আয়ুব আলীর মেহগনী বাগান থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগে গত ২৮ আগষ্ট বাবুল যশোরের একটি আদালাতে আত্মসর্ম্পন করে। সে পৌর এলাকার কামালপুর গ্রামের আমিন উদ্দিন মোলার পুত্র। পুলিশ আরোও জানায়, রিমান্ড শেষে বৃহস্পতিবার সন্ত্রাসী বাবুলকে আদলতের মাধ্যমে পুনরায় কারাগারে পাঠানো হয়।