সাবরীনা জাহান শমী।।
আজ দশদিন হলো আমি আর আমার পরিবার বাসার ভেতর নিজেদেরকে আঁটকে রেখেছি। কেনো বলুনতো? বিশ্বের বেশ কয়েকটি দেশে একটি ছোট্ট ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যার নাম “করোনা ভাইরাস।” সম্প্রতি এই ভীতিকর ভাইরাসটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। যেটা আমাদের জন্য সত্যিই ভয়ানক ব্যাপার। “করোনা” এমন একটি ভাইরাস, সে কাউকে এতোটুকুও করুনা করতে জানেনা। যার ভেতর একবার এই নৃশংস ভাইরাসটি প্রবেশ করে, শুধু তাকে নয় তার সংস্পর্শে থাকা প্রত্যেকটি মানুষকে সে গ্রাস করার সর্বোচ্চ চেষ্টা করে। তাহলে একবার ভাবুন, এটি কতোটা ভয়ংকর। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আমাদের কেউ এই বিপদ থেকে রক্ষা করতে পারবেননা। সবাই সৃষ্টি কর্তাকে বেশি বেশি স্বরণ করুন। বড় বড় দেশগুলোয় যেখানে এই ভয়ংকর ভাইরাসটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এবং তা কেউ সহজে নিয়ন্ত্রণে আনতে পারছেননা। সেখানে আমাদের মতো দরিদ্র দেশের জনগণের ভেতর এই ভাইরাসটি মহামারী আকারে ছড়িয়ে পড়লে তা কিভাবে নির্মুল করবেন? হ্যা একটাই উপায় আছে, আমাদের সবাইকে আরও অনেক বেশি সচেতন হতে হবে ও পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে অনেক বেশি সাবধানে থাকতে হবে। প্রতিটা পরিবারের মানুষকে স্ব-ইচ্ছায় নিজেদের ঘরে আঁটকে থাকতে হবে। পরিবারের মানুষগুলোর সাথে সময় কাঁটান। খুব প্রয়োজন ব্যাতীত ঘরের বাহিরে যাবেননা। নিজের দেশ ও দেশের মানুষগুলোকে বাঁচাতে সবাই সাহায্য করুন। বিশেষ করে কর্মজীবি নারীদের জন্য এটা কিন্তু একটা রহমত। এবাদাত বন্দেগীর পাশাপাশি সময় দিন আপনার স্বামী-সন্তানদের। সময়দিন পরিবারের অন্যান্য সদস্যদের। হয়ে উঠুন একজন আদর্শ মা, একজন আদর্শ স্ত্রী।