কেশবপুর প্রতিনিধি।।
যশোরের কেশবপুর উপজেলার ৭নং পাঁজিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবং বাজারের ব্যবসায়ীদের মাঝে প্রায় পাঁচ শতাধিক মাসক্ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ৭ নং পাঁজিয়া ইউপি চেয়ারম্যান এবং পাঁজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জননেতা জনাব শফিকুল ইসলাম মুকুল ব্যক্তিগত উদ্যোগে এই মাসক্ বিতরণ করা হয়।
উক্ত মাসক্ বিতরন কালে ইউনিয়নের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে হতদরিদ্র পরিবারের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচিতে গ্রামবাসী এবং ব্যবসায়ীদের উদ্দেশ্য ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সকলের সহযোগিতা দরকার। দয়া করে সকলে বেশি করে সাবান দিয়ে হাত পরিষ্কার করবেন, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ করবেন না। সবচেয়ে জরুরি কথা কেউ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না।