বিশেষ প্রতিনিধি।।
করোনা ভাইরাস প্রতিরোধে শিঘ্রই মণিরামপুর উপজেলা প্রশাসন যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছেন। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।
ইউএনও আহসান উল্লাহ শরিফী জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতি ইউনিয়নে নির্ধারিত মোবাইল নম্বরধারি চিহ্নিত ১০ টি ভ্যান, ১০ টি মোটর সাইকেল ও ২/৩ টি অটো রিক্সা চালু করা হচ্ছে। জরুরি কাজে জনসাধারন এ নির্ধারিত যানবাহনগুলো ব্যবহার করতে পারবেন। এর বাইরে কোন যান চলাচল করলে কঠোর ব্যবস্থা গ্রহন করবে প্রশাসন।
এ নিয়ন্ত্রোণারোপ কার্যকর করা গেলে যেমন মানুষকে ঘরে রাখা ও বিশেষ প্রয়োজনে যান ব্যবহার নিশ্চত করা যাবে, তেমনি দেশের অন্যান্য জায়গার জন্য বিষয় একটি মডেল হবে বলে মন্তব্য করেছেন সূধী সমাজ।