বিশেষ প্রতিনিধি।।
মণিরামপুর পৌর যুবলীগের আহ্বায়ক লূৎফর রহমানের ভাই যুবলীগ নেতা মিজানুর রহমান ওরফে লম্বা মিজান এক কেজি গাঁছাসহ পুলিশের হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে শার্শা থানাধীন নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা বাজারের নিকট থেকে বাগআঁচড়া ফাঁড়ি পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে গাঁজার চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জামতলা বাজারের নিকটে টহল পুলিশ তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় চালক মিজানের দুই সহযোগী মোটরসাইকেল থেকে লাফিয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় পুলিশ এক কেজি গাঁজাসহ মিজানকে আটক করে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান, মিজানের স্বীকারোক্তি মোতাবেক চার জনকে আসামী করে পুলিশ মামলা করেছে। যার নং ৬। মামলা সূত্রে জানা যায়, মামলার আসামীরা হলো মণিরামপূরের দূর্গাপূর গ্রামের ফরহাদ হোসেন, বিজয়রামপুর গ্রামের কনক অধিকারী ও বেনাপোল কদমতলা এলাকার মশিয়ার রহমান।