বিশেষ প্রতিনিধি ।।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যরে সহায়তায় তার নিজ এলাকা মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে নিম্ন আয়ের ৩শ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
জানাযায়, আজ শনিবার সকাল ৯টায় কুলটিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল ইসলামের নেতৃত্বে এ খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রম শুরু করা হয়। নিম্ন আয়ের পরিবারের বাড়িতে বাড়িতে ভ্যান গাড়ি যোগে এ খাদ্যদ্রব্য পৌছে দেয়া হয়েছে। এ কার্যক্রমে স্বেচ্ছাসেবীর দায়িত্বে ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী জাহাঙ্গীর আলম, কুলটিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী ফাহিম, রিফাত প্রমুখ।