ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে আউশ ও পেঁয়াজের প্রণোদনা পেল এক হাজার ৫ জন কৃষক

Tito
এপ্রিল ১১, ২০২০ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

আব্বাস উদ্দীন, মণিরামপুর থেকে।।
যশোরের মণিরামপুর উপজেলায় উন্নত জাতের উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ৫ জন চাষীকে প্রণোদনা হিসেবে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থবছরের খরীপ-১ এর ২০২০-২০২১ মৌসুমে আধুনিক জাতের উচ্চ ফলনশীল (উফশী) আউশ ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে প্রণোদনা হিসেবে জন প্রতি ৩৩ শতাংশ জমিতে উফশী জাতের আউশ ধান আবাদের জন্য ৫ কেজি ধান বীজ, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি হারে বিতরণ করা হয়। এ ছাড়াও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে প্রণোদনা হিসেবে ৫ জন কৃষকের মাঝে জনপ্রতি ১৩০ গ্রাম পেঁয়াজের বীজ, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি হারে বিতরণ করা হয়। গত ৮ এপ্রিল উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন। অদ্য ১১এপ্রিল এ প্রণোদনা কর্মসূচির বীজ ও সার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জলী রানী জোয়ার্দার, সঞ্জয় কুমার দাসসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।