সোহাগ হাসান, মণিরামপুর থেকে।।
করোনার সংক্রমণ প্রতিরোধে যশোরের মনিরামপুরে রোববার থেকে কাঁচা বাজার প্রতি দিনের মত নির্দিষ্ট শ্যাডে না বসিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন স্বুল এবং খেলার মাঠে বসাতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন মনিরামপুর উপজেলা প্রশাসন এবং পৌর কতৃপক্ষ।
ভোর ৬টা থেকে সকাল ১০টা ৩০ পর্যন্ত পৌর শহরের মনিরামপুর আলিয়া মাদ্রাসাসহ দূর্বাডাঙ্গা ইউনিয়নের একটি স্কুল মাঠে, মশিয়াহাটি স্কুল এন্ড কলেজের মাঠে কাঁচা বাজার বসানোর ফলে ক্রেতাদের ভীড় যেমন কমেছে, তেমনি সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা-বিক্রেতারা কাঁচা তরকারী সহজ ভাবে ক্রয় করতে পেরেছেন।
সরেজমিনে স্কুল মাঠ ঘুরে দেখা যায়, উপজেলা প্রশাসন করোনার কারনে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যাবসায়ীরা ১০ফুট পর পর বসেছেন দোকান নিয়ে। এতে করে ক্রেতারা সামাজিক দুরত্ব বজায় রেখে কাঁচা তরি- তরকারী সহজ ভাবে ক্রয় করতে পেরেছে।
উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী বলেন, নির্দিষ্ট স্থানে যে বাজার বসে এতে কোন সামাজিক দুরত্ব নেই। সে কারনে বাজার কমিটির নেতাদের সাথে বৈঠক করে এমন উদ্যোগ নেওয়া হয়। খেলার মাঠে বাজার বসানো কাঁচা বাজার থেকে তরি-তরকারী কেনার জন্য আগে থেকে মাইকিং করে এলাকার জনসাধারণকে জানিয়ে দেয়া হয়। এতে করে আমরা সফল ও হয়েছি।
মনিরামপুর কাঁচাবাচার সমিতির সভাপতি মোঃ হাসেম আলী বলেন, সামাজিক দুরত্ব বজায় রাখতে এই উদ্যোগকে অবশ্যই আমারা সাধুবাদ জানাই। পাশাপাশি এখানে আমাদের যে সকল খুচরা ব্যবসায়ীরা আছেন তাদের মালামাল সুরক্ষা রাখার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস পত্রের দাবি করেন তিনি।