বিশেষ প্রতিনিধি ॥
মণিরামপুরে এক স্বাস্থ্য কর্মীর শরীরে কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে। উপজেলার এক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত স্বাস্থ্যকর্মীর শরীরে প্রাথমিক লক্ষণ দেখা দিলে গত ৮ এপ্রিল তার নমুন সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষয় তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। তিনি উপজেলার মুজগুন্নি গ্রামে শ্বশুরালয়ে অবস্থান করছিলেন। বর্তমানে তাকে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শুভ্রা দেবনাথ বিষয়টি নিশ্চত করে বলেন, তার সংক্রমণ নিশ্চিত হওয়ার সাথে সাথে উপজেলা স্বাস্থ্য বিভাগে বাড়তি সতর্কতা অবলম্ব করা হচ্ছে।
এদিকে তার শ্বশুরালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন উপজেলা প্রশাসন।