ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

চব্বিশ ঘণ্টায় করোনা ভাইরাস এ ১৮২ জন শনাক্ত, মারা গেছে ৫ জন

admin
এপ্রিল ১৩, ২০২০ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

এখন পর্যন্ত মোট শনাক্ত রোগী ৮০৩।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫ জন।

বাংলাদেশে মোট মারা গেছেন ৩৯ জন।

গত ২৪ ঘন্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৭০ জন।

এছাড়া বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নতুন তিনটি কোয়ারেন্টিন সেন্টার তৈরি হচ্ছে একটি বসুন্ধরা কনভেনশন সেন্টার, নর্থ সিটি করপোরেশনের পুরোনো ভবন ও ডিয়াবাড়িতে পুরোনো ভবন।

নতুন হাসপাতাল নেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

বিশেষ করে বেসরকারি হাসপাতাল তালিকাভূক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।

হাসপাতালে লাখ লাখ লোকের চিকিৎসা কোনো দেশ দিতে পারেনা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গতদিনের চেয়ে ৩৮ শতাংশ বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ২৩ শতাংশ বেশি।

গত ২৪ ঘন্টায় ৫৬৮৪ জন হোম কোয়ারেন্টিনে আছেন। ৮৫ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন।

প্রত্যেকটি জেলা মেডিকেল কলেজ ও বেসরকারি মেডিকেল কলেজকে করোনাভাইরাস চিকিৎসার অনুমতি দিচ্ছে সরকার।

বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত করার ব্যবস্থা নেয়া গচ্ছে মুগদা, পঙ্গু হাসপাতালের পুরোনো অংশ ও বার্ণ ইউনিটে ৩ শত বেড আছে।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি ভবন তৈরি করা হচ্ছে করোনাভাইরাসের চিকিৎসার জন্য।

বেসরকারি হাসপাতালগুলোর সাথে আলোচনা চলছে কোভিড-১৯ রোগীর চিকিৎসার জন্য, এর মধ্যে শাহাবুদ্দিন হাসপাতাল ও আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতাল যোগ হচ্ছে।

এছাড়া জেলায় জেলায় বেসরকারি হাসপাতাল যোগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সূত্র

: BBC

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।