বিশেষ প্রতিনিধি।।
রাজধানীর রূপনগর এলাকায় কর্মহীন ঘরবন্দি ছয়’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন আওয়ামী যুবলীগের সাবেক সদস্য, ছাত্রলীগ মহানগর দক্ষিণ শাখার সাবেক সহ সম্পাদক, এসবিসিআই’র স্থায়ী কমিটির যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান সামিউল আমিন। শনিবার এ ত্রাণ বিতরনকালে উপস্থিত ছিলেন স্থানীয় কমিশনার তোফাজ্জেল হোসেন টেনু।
ত্রাণ বিতরন কর্মসূচী বাস্তবায়নে মাজহারুল হক টিটোনকে আহ্বায়ক এবং মনিরুল ইসলাম সুমন, কায়েস, জনি, মিস্টার, মুকু, রাজীব, আনিস, মামুন, সুমন মৃধা, কাজী শহীদ, কোয়েল, রফিক ও ফারুককে সদস্য করে কমিটি তৈরী করা হয়।