বিশেষ প্রতিনিধি ।।
মণিরামপুরের রাজগঞ্জ এলাকায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিয়ের দাবিতে অনশন অবস্থান ধর্মঘট পালন করার অভিযোগ পাওয়া গেছে। ৮ ঘণ্টা পর পুলিশ এসে প্রেমিকার অনশন ভঙ্গ করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ঝাঁপা দক্ষিণ পাড়ায় মৃত কাশেম আলীর ছেলে এমদাদুলীর বাড়িতে।
এলাকাবাসি জানায়, কেশবপুর উপজেলার হিজালিপুর গ্রামের এক যুবতীর সাথে মোবাইল ফোনে যোগাযোগে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে ঝাঁপা গ্রামের এমদাদুলের। দীর্ঘদিন ধরে চলে তাদের মন দেওয়া নেওয়া। প্রেমের টানে ওই যুবতী শনিবার সকালে বিয়ের দাবী নিয়ে এমদাদুলের বাড়িতে এসে অনশন শুরু করে। বিয়ে না করলে সে বিষপান করে আত্মহত্যা করবে বলে এমদাদুলকে হুমকি প্রদান করে। এরপর পরিস্থিতি সামাল দিতে এমদাদুলের বড় ভাই সিরাজুল শনিবার রাতে দুইজনকে ঝাঁপা পুলিশের হাতে তুলে দিয়ে যুবতীর অনশন ভঙ্গ করায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।