ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় করোনা সন্দেহে দূর্গম চরে ফেলে গেলো অজ্ঞাত বৃদ্ধকে

Tito
এপ্রিল ২১, ২০২০ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি।।
করোনায় আক্রান্ত বৃদ্ধকে দুর্গম চরে ফেলে আসার ঘটনা ঘটেছে। পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের দুর্গম চর চরসাফুল্যা গ্রামে কে বা কারা মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধকে (৬৫) ফেলে রেখে গিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসা দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে সেই বৃদ্ধকে উদ্ধার করে আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি করেছেন বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরের পর যমুনা নদীর দুর্গম চর চরসাফুল্যা গ্রামে ওই বৃদ্ধকে ঘোরাফেরা করতে দেখা যায়। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি চরবাসীকে তার পরিচয় দিতে পারেননি। এছাড়া তিনি কীভাবে ওই চরে এলেন তাও বলতে পারেননি। রোববার (১৯
এপ্রিল) ওই বৃদ্ধ গ্রামের এক ব্যক্তির বাড়ির কাছে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় লোকজন ও ইউপি চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ইউএনও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।
সোমবার ইউএনও আসিফ আনাম সিদ্দিকী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরদার মো. মিলন মাহমুদ একটি চিকিৎসা দল (মেডিক্যাল টিম) নিয়ে সেখানে উপস্থিত হন। বৃদ্ধকে সেখান থেকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করান।
ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছি। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানোর প্রস্তুতি চলছে। ওই বৃদ্ধ কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার পরিচয় বের করতে পারিনি। তবে, স্থানীয়দের সঙ্গে কথা বলে মনে হয়েছে কোনো নৌকা থেকে তাকে নামিয়ে ওই চরে রেখে যাওয়া হয়েছে এবং তার পরিচয় বের করার জন্য এলাকাবাসী চেষ্টা করছেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।