বিশেষ প্রতিনিধি।।
ইলিসা গ্রানাতো। নামটা সবার জানার কথা নয়। অক্সফোর্ডের নতুন ভ্যাকসিনটা প্রথম তার শরীরে দেয়া হয়। শরীরে এন্টিবডি তৈরি হলে তাকে দেয়া হবে করোনা ভাইরাস। ভ্যাকসিন কাজ না করলে তার মৃত্যুও হতে পারে। যদি ভ্যাকসিন, কাজ করে যায়, তবে এই পৃথিবী মুক্তি পাবে মহা প্রলয় থেকে।
৩২ বছর বয়সি ইলিসা প্রমাণ করলো, মানুষ সৃষ্টির সেরা। নিজের জীবনের মায়া তুচ্ছ করে সারা বিশ্বের মানুষের জন্য তার এই ঝুকি প্রশংসিত হচ্ছে দুনিয়াব্যাপী।