যবিপ্রবির ল্যাবে আরও ২৭ জন করোনা রোগী সনাক্ত।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে আজ
যশোরের ৪২টি নমুনার মধ্যে ১৪টি,
ঝিনাইদহের ১৫টি নমুনার মধ্যে ৮টি,
নড়াইলের ৪টি নমুনার মধ্যে ৩টি,
মাগুরার ৫টি নমুনার মধ্যে ২টিসহ
মোট ৬৬টি নমুনার মধ্যে ২৭টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।
এরআগে যশোর জেলায় করোনা রোগী সনাক্ত হন ১৫ জন। আজ মাগুরায় আক্রান্ত দু’জনের মধ্যে একজনের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলাধীন গ্রামে। তিনি নিজগ্রামেই বাস করেন। করোনা উপসর্গ দেখা দিলে তিনি নিকটস্থ মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা জমা দেন। অর্থাৎ প্রকৃত হিসেব অনুযায়ি, যশোর জেলায় আজ সনাক্ত করোনা রোগীর সংখ্যা ১৫। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে।