ঢাকারবিবার , ৩ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে কিন্ডার গার্টেনের প্রায় ৩’শ শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবন যাপন

Tito
মে ৩, ২০২০ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আবু বক্কার সিদ্দীক, মনিরামপুর থেকে।।
যশোরের মনিরামপুর উপজেলায় প্রায় ৫০টি কিন্ডারগার্টেনের স্কুল আছে এখানে প্রায় ৩০০ শিক্ষক কর্মচারী আছে। ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৮ হাজার। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারনে ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করে সরকার। সেই সাথে প্রাইভেট পড়ানোও। সরকারী নির্দেশ মেনে কিন্ডারগার্টেনের স্কুলগুলোও বন্ধ হয় এবং সাথে সাথে প্রাইভেট পড়ানোও। কিন্ডারগার্টেনের কর্মরত শিক্ষক-কর্মচারীরা সরকারী কোন বেতন ভাতা পাই না প্রতিষ্ঠান কর্তৃক সামান্য বেতন ও প্রাইভেট পড়িয়ে চলে তাদের সংসার। দীর্ঘদিন তারা বেকার থাকায় ও অন্য কোন আয়ের উৎস না থাকায় সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা। ভুক্তভোগী কয়েকজন শিক্ষকের সাথে কথা বললে তারা জানান, প্রতিষ্ঠান বন্ধ সাথে সাথে প্রাইভেট পড়ানোও বন্ধ আমরা খুব অসহায় হয়ে পড়েছি, আমরা না পারছি আমাদের কষ্ট কাওকে বলতে না পারছি ত্রাণ গ্রহন করতে। সরকার যদি আমাদের দিকে একটু খেয়াল না করেন তবে সামনে আমাদের কি হবে একমাত্র আল্লাহ ভালো জানেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।