ঢাকাশনিবার , ৯ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে কৃষকের জমির পাকা ধান কেটে দিলেন শিক্ষাবোর্ডের উপ-সহকারী প্রোকৌশলী

Tito
মে ৯, ২০২০ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

মাবিয়া রহমান, মণিরামপুর থেকে।।
করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে শনিবার (০৯ই মে) সকালে মনিরামপুর উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বর্গাচাষি নূর ইসলামের ক্ষেত থেকে পাঁকা ধান কাটেন তিনি। এ সময় তার সাথে ধান কাটায় আরো অংশগ্রহন করেন, আব্দুল সামাদ মেমোরিয়াল একাডেমীর আই,সি,টির সহকারী শিক্ষক সন্জয় মল্লিক, সহকারী প্রধান শিক্ষক অপূর্ব কুমার বিশ্বাস, প্রভাষক চিন্ময় কুমার কুন্ডু, কাঞ্চন কুমার ঘোষাল, আবুসাইদ, প্রভাষক ফজলু, আসাদুজ্জামান, আনিচ, মাসুদ করিম, মিজান, কামরুজ্জামান, শরিফুল ইসলাম, আব্দুল মান্নান, গোপালপুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য প্রভাষক হাবিবুর রহমান, আব্দুস সালাম (মুদি ব্যবসায়ী) সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
ক্ষেতের মালিক কৃষক নূরইসলাম(বর্গাচাষি) জানান, করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলাম না। এ দিকে আবহাওয়া ভালো না। মাঠভরা পাকা ধান নিয়ে দুঃশ্চিন্তায় ছিলাম। শনিবার সকালে শিক্ষা বোর্ডের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা আমার প্রায় ৫০ শতক জমির ধান কেটে দেওয়ায় আমি অনেক উপকৃত হয়েছি।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপসহকারী প্রোকৌশলী কামাল হোসেন সাংবাদিক মাবিয়া রহমানকে বলেন,করোনার প্রাদুর্ভাবের পর থেকেই কৃষি শ্রমিক কমেছে। এ সময়ে শ্রমিক সংকট দূর করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কেটে দিতে শিক্ষার্থীসহ সবাইকে উদ্বুদ্ধ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।