ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি

Tito
মে ১২, ২০২০ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।
মনিরামপুরের কৃতি সন্তান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: মাহমুদুন্নবীর যশোরস্থ চাচড়া ডালমিলের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। জানা যায় গত ১০ এপ্রিল মাহমুদুন্নবীর স্ত্রী স্কুল শিক্ষিকা সরকারি ত্রান বিতরন সংশ্লিষ্ট কাজে মনিরামপুরের পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। কাজ শেষ করতে দেরী হওয়ায় তারা মনিরামপুরে গ্রামের বাসায় রাতে অবস্থান করে। পরদিন সকালে যশোরস্থ নিজস্ব বাসায় ফিরে দেখতে পান তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার, রুপার গহনা , নগদ টাকা, মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ মালামালন সহ আনুমানিক ২,৫৩,৫০০ টাকার মালামাল চুরি হয়ে গেছে। বাসা সংলগ্ন দোকান মালিক, আশেপাশের লোকজন জড়ো হয়ে এ ঘটনা দেখতে পায়। এ ব্যাপারে সরকারি জরুরী সেবা ৯৯৯ তে ফোন করে সহায়তা চাইলে যশোর কোতোয়ালি থানায় সংযোগ করে দেন।মাহমুদুন্নবীর বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ ভিত্তিতে এস আই মফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।