ঢাকাশনিবার , ১৬ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে কর্মহীন মানুষের পাশে আ’লীগ নেতা কামরুল হাসান বারী

Tito
মে ১৬, ২০২০ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।
মনিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নের আড়াই হাজার কর্মহীন পরিবারে মাঝে নগদ ৫ লাখ টাকা বিতরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুল হাসান বারী। গত সোমবার থেকে উপজেলার রোহিতা, কাশিমনগর, ভোজগাতী, ঢাকুরিয়া, হরিদাসকাটি, মণিরামপুর, খেদাপাড়া, হরিহরনগর, ঝাঁপা, মশ্বিমনগর, চালুয়াহাটি, শ্যামকুড়, খানপুর, দূর্বাডাংগা, কুলটিয়া, নেহালপুর, মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অর্থ বিতরণ কর্যক্রম পরিচালনা করেন। তিনি কর্মহীন প্রতি পরিবারে নগদ অর্থ প্রদান করছেন বলে জানা গেছে।
তিনি ইতিমধ্যে উপজেলার প্রায় শতাধিক অসুস্থ ব্যক্তি, শতাধিক দরিদ্র শিক্ষার্থী, ৫০টি দরিদ্র পরিবারের মেয়ের বিয়ে, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও অনুষ্ঠানে আর্থিক সহায়তা দিয়েছেন বলে জানা গেছে। এছাড়া তিনি বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ পৌঁছে দিচ্ছেন। আরো জানা গেছে, বারী এলাকার জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত অর্থায়নে সমাজ উন্নয়নমুলক কাজ করে থাকেন। তাই মনিরামপুর উপজেলায় গরিবের বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছেন।
এ ব্যাপারে কামরুল হাসান বারী বলেন, মহামারি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশের মানুষ কর্মহীন হয়ে ঘরে থেকে যুদ্ধ করছেন। আমি ইতিমধ্যে মধ্যে আড়াই হাজার পরিবারে নগদ অর্থ পৌঁছে দিয়েছি।
এদিকে মহামারি চলাকালীন সময়ে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। ঈদুল ফিতরও আসন্ন। কর্মহীন নিন্ম আয়ের মানুষ যাতে ঈদে সামান্য হলেও তাদের মুখে একঝলক হাসি থাকে। সেই চিন্তা থেকে তিনি তাঁর ব্যক্তিগত অর্থ বিতরণ করছেন বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।