ঢাকারবিবার , ১৭ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে এবার গরু চোর আটক

Tito
মে ১৭, ২০২০ ৮:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।
মনিরামপুরে এক কৃষকের বাড়ি থেকে একটি গরু চুরি করে পালানোর সময় জনতা ধাওয়া দিয়ে গরুসহ তিন চোরকে আটক করে পুলিশে দিয়েছে। এরা হলো মেহেদী হাসান জনি, এনামুল হক ও শরিফুল ইসলাম।মনিরামপুর থানার এসআই আব্দুর রহমান জানান, শনিবার দিবাগত রাতে উপজেলার মকমতলা খানপুর গ্রামের কৃষক মিজানুর রহমানের গোয়ালঘর থেকে সংঘবদ্ধ চোরেরা একটি গরু চুরি করে পালিয়ে যায়।
সকাল ছয়টার দিকে উপজেলার ভোজগাতী ইউনিয়নের দোনার গ্রামের লোকজন টের পেয়ে ধাওয়া দিয়ে গরুসহ তিনজনকে আটক করে থানায় খবর দেয়। পরে সেখান থেকে পুলিশ গরুসহ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলা উপজেলার মাঝলাউড়ী গ্রামের আবদুল আজীজের ছেলে মেহেদী হাসান জনি এবং সুন্দলপুর গ্রামের আবদুল মাজেদের ছেলে এনামুল হক ও আজিজ হোসেনের ছেলে শরিফুল ইসলাম। এসআই আবদুর রহমান জানান, আটককৃতদের মধ্যে শরিফুল ইসলামের পিতা আবদুল আজিজ একজন চিহ্নিত ডাকাত। ওসি(তদন্ত)শিকদার মতিয়ার রহমান জানান, আটক তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়ছে। রোববার সকালে তাদেরকে আদালতে চালান দেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।