ঢাকাবুধবার , ২০ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে চেয়ারম্যানকে না জানিয়ে পরিষদের সভা অনুষ্ঠানের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে

Tito
মে ২০, ২০২০ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।
মণিরামপুর উপজেলা পরিষদের মাসিক সভা আহ্বান ও অনুষ্ঠান নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নাজমা খানম। উপজেলা চেয়ারম্যান নাজমা খানম তার ফেরিভাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতির কথা জানান।
জানা যায়, উপজেলা চেয়ারম্যান ও পরিষদের সভাপতি নাজমা খানম এলাকায় উপস্থিত থাকলেও তার সাথে কোন প্রকার আলোচনা বা পরামর্শ ছাড়াই পরিষদের মাসিক সাধারন সভা করেন উপজেলা র্নিবাহী অফিসার আহসান উল্লাহ শরীফ। ওই সভায় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। সভায় উপস্থিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার সভাপতিত্ব করেন।
সংবিধান মোতাবেক জানা গেছে, উপজেলা পরিষদের সভা উহার চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে। তবে চেয়ারম্যান কর্তৃক ভিন্নরূপ কোন সিদ্ধান্ত প্রদান করা না হইলে, প্রতিটি সভা চেয়ারম্যানের সভাপতিত্বে পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হইবে। কিন্তু মণিরামপুরের এ সভাটি উপজেলা চেয়ারম্যানের পরামর্শ ছাড়াই উপজেলা নির্বাহী অফিসার সভা আহ্বান ও অনুষ্ঠান করেছেন বলে অভিযোগ উঠেছে।
এব্যাপারে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার জানান, ’’নির্বাহী অফিসার বলেছেন চেয়ারম্যান আসবেন না আপনি সভাপতিত্ব করেন। তবে চেয়ারম্যানের সাথে আমার যোগাযোগ হয়নি।’’
মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম জানান, উপজেলা নির্বাহী অফিসার এখানকার রাজনৈতিক নেতার ভূমিকা পালন করছেন। তিনি ইচ্ছামতো যা খুশি, তাই করে চলেছেন। আমি এলাকায় উপস্থিত থাকতে এবং নিয়মিত পরিষদে উপস্থিত থাকলেও আমাকে না জানিয়ে সভার আহ্বান এবং আমার নামে উপস্থিত না থাকার মিথ্যা তথ্য উপস্থাপন করে মহিলা ভাইস চেয়ারম্যানকে দিয়ে সভাপতিত্বে সভা করে ধৃষ্টতা প্রদর্শণ করেছেন। যেটা সম্পূর্ণ সংবিধান পরিপন্থি। আমি এব্যাপারে সরকারের সবোর্চ্চ পর্যায়ে অভিযোগ দায়ের করবো।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরীফের অফিসিয়াল মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।