ঢাকাশুক্রবার , ২২ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

করোনায় মৃত্যু হলো এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলমের

Tito
মে ২২, ২০২০ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম মারা গেছেন।
শুক্রবার (২২ মে) রাত ১০টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান বলে জাগো নিউজকে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হাসান শাহরিয়ার কবির। মোরশেদুল আলম এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই।
হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রব জানান, গত ১৭ মে মোরশেদুল আলমসহ তার পরিবারের ছয় সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে মোরশেদুল আনোয়ারের শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিল। বৃহস্পতিবার তিনি শ্বাসকষ্টসহ চট্টগ্রামের করোনা বিশেষায়িত হাসপাতাল জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।
আজ সারাদিন তার শারীরিক অবস্থা ভালো থাকলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদফা কার্ডিয়াক অ্যাটাক হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। বর্তমানে সুগন্ধা আবাসিক এলাকায় তাদের বাড়িটি লকডাউন অবস্থায় আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।