ঢাকাসোমবার , ২৫ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে ঈদের দিনে ভাইয়ের হাতে ভাই খুন

Tito
মে ২৫, ২০২০ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

এম মিজানুর রহমান লিটন, অভয়নগর থেকে।।
অভয়নগরের পল্লীতে মামাতো ভাইয়ের স্ত্রীকে কটুক্তি করায় ক্ষিপ্ত হয়ে মামাতো ভাইয়ের এলোপাতাড়ি দায়ের কোপে খুন হয়েছেন ফুফাতো ভাই। অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামে ঈদের আগের দিন রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম এরশাদ আলী বিশ্বাস (৩০)। সে পুড়াখালী গ্রামের ইবাদ আলী বিশ্বা‌সের ছেলে। এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের জিন্নাহ মোল্লার ছেলে জাকির হোসেন মোল্লার স্ত্রীকে কটুক্তি করে ফুফাতো ভাই এরশাদ আলী বিশ্বাস। তারই জের ধরে রোববার সন্ধ্যায় জাকির হোসেন মোল্লা মামাতো ভাই এরশাদ আলী বিশ্বাসকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঘটনার সময় এরশাদ বিশ্বাস বাড়ির পাশে ফকিরবাগান বাজারে চায়ের দোকানে গল্প করছিলেন। তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন সোমবার সকালে তিনি মারা যান। ঈদের দিন বিকালে অভয়নগর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।