ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লণ্ডভণ্ড সবুজ পল্লী মহাবিদ্যালয়

Tito
মে ২৬, ২০২০ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ।।
যশোরের মনিরামপুর উপজেলার ৭নং খেদাপাড়া উইনিয়ান জালালপুর ও হেলান্চি গ্রামের মাঠে অবস্থিত সবুজ পল্লী মহাবিদ্যালয়। বিদ্যালয়টির নামের সাথে পরিবেশের দারুণ মিল। চারিদিক সবুজের সমারোহ যতদুর চোখ যায় সবুজ আর সবুজ। বিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্টত হয়ে একাদশ শ্রেণীর ৪৩ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রাশুরু করে, বর্তমান একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলে শিক্ষার্থী সংখ্যা ১৪৫ জন। এবং শিক্ষার্থীদের পাশের হার শতকরা ৯২% । সম্প্রতি দেশের উপরদিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের ভয়াবহ তাণ্ডবে বিদ্যালয়টি লণ্ডভণ্ড হয়ে গেছে। বিদ্যালয়ে অধ্যক্ষ দেবব্রত ফৌজদারের সাথে কথা বলে জানাযায় চলমান করোনাভাইরাস মোকাবেলায় সরকারে ঘোষণা অনুযায়ী বিদ্যালয়টি বন্ধ রয়েছে। তিনি আরো বলেন আমরা আজ ১৭ বছর ধরে ৩০ জন শিক্ষক কর্মচারী মিলে বিনা পারিশ্রমিকে মানবতার জীবন যাপনের মধ্য দিয়ে চাকুরী করছি। এখন একদিকে মহামারি করোনা ভাইরাস, অন্যদিকে বেতন কড়িতো আমাদের অনিশ্চিত। তারউপর এই ঘূর্ণিঝড় আম্পানের ভয়াবহ তাণ্ডবে লণ্ডভণ্ড করেদিয়ে গেল বিদ্যালয়টি। এখন বর্ষার মৌসুম তাই যদি যথা সময়ে বিদ্যালয়ে ক্ষয়ক্ষতি সেরে উঠতে না পারি তাহলে বিদ্যালয়ে যা অবশিষ্ট ভালো আছে সামান্য কিছু চেয়ার টেবিল ও বেঞ্চ তাও নষ্ট হয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।