ঢাকাবুধবার , ২৭ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরের পল্লীতে পুত্রের হাতে পিতা খুন

Tito
মে ২৭, ২০২০ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।
মনিরামপুরে পাগল পুত্রের হাতে প্রতিবন্ধী পিতা খুন হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আটঘরা গ্রামের নিজ বাড়িতে পাগল পুত্রের শাবলের আঘাতে খুন হয় পিতা সাহেল উদ্দিন(৬৫)। সহকারি পুলিশ সুপার(মনিরামপুর সার্কেল) সোয়েব আহমেদ খান, ওসি(সার্বিক) রফিকুল ইসলাম, ওসি(তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পিতাকে হত্যার দায়ে পুলিশ রাতেই ছেলে ইদ্রিস আলীকে আটক এবং নিহতের লাশ উদ্ধার করে।
চলুয়াহাটি ইউনিয়নের আটঘরা গ্রামের বাসিন্দা উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আবুল ইসলাম এবং ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ সরদার জানান, শারিরীক প্রতিবন্ধী সাহেল উদ্দিনের তিন ছেলে এবং এক মেয়ের মধ্যে ইদ্রিস আলী মেঝ। দীর্ঘদিন ধরে মস্তিষ্ক বিকৃতি থাকায় বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা করানো হলেও সে সুস্থ্য হয়নি। ফলে ইদ্রিসকে তার পিতা-মাতা বড়িতে সব সময় পায়ে শিকল বেঁধে রাখত। ইদ্রিসের মা আয়জান বিবি জানান, ঈদের তিন থেকে ইদ্রিসের পায়ের শিকল খুলে দেয়া হয়। বুধবার দুপুরে ইদ্রিসের পিতা জোহরের নামাজ আদায়ের পর বাড়ির উঠানে বসে ছিলে। এ সময় ইদ্রিস আচমকা একটি লোহার শাবল দিয়ে তার পিতার মাথায় কয়েকটি আঘাত করে। এসময় গুরুতর আহত হলে তাকে উদ্ধারের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত সাড়ে সাতটার দিকে সহকারি পুলিশ সুপার(মনিরামপুর সার্কেল) সোয়েব আহমেদ খান, ওসি(সার্বিক) রফিকুল ইসলাম, ওসি(তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পিতাকে হত্যার দায়ে পুলিশ এ সময় ছেলে ইদ্রিস আলীকে আটক এবং লাশ উদ্ধার করে। ওসি(তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, এ ঘটনা মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।