ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে মুখোশধারী ছিনতাইকারীদের কবলে ছয় মাংস বিক্রেতা

Tito
মে ২৯, ২০২০ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।
মণিরামপুরে মুখোশধারী ছিনতাইকারীরা ছয় মাংস বিক্রেতাকে মারপিট করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের ক্রাইম পয়েন্ট তালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
উপজেলার সুন্দলপুর এলাকার মাংস বিক্রেতা আব্দুল আজিজ জানান, তিনিসহ ৬ জন বাড়ী থেকে একটি আলমসাধু যোগে পৌর শহরে আসছিলেন গরু জাবাই করে মাংস বিক্রি করতে। ঘটনাস্থলে পৌঁছলে ৫/৬ জন মুখোশধারী ছিনতাইকারী যশোর-সাতক্ষীরা মহাসড়কে ধারালো দা ও লোহার পাইপ হাতে তাদের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাদেরকে মারপিট পূর্বক জীবনাশের হুমকি দিয়ে ১৫ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। জানাযায়, উক্ত তালতলা নামক স্থানে ইতিপূর্বে এমন ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটেছে। জানতে চাইলে থানার ডিউটি অফিসার কামরুজ্জামান বলেন, উক্ত ছিনতাইয়ের ঘটনা জানাতে মাংস বিক্রেতারা একবার থানায় এসেছিলেন। এরপর কি হয়েছে তা তিনি জানেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।