ঢাকারবিবার , ৩১ মে ২০২০
আজকের সর্বশেষ সবখবর

জমিজমা নিয়ে বিরোধের জেরে মণিরামপুরে এক ব্যাক্তি খুন ।। আটক তিন

Tito
মে ৩১, ২০২০ ৬:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

মনিরামপুর প্রতিনিধি॥
মনিরামপুরে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ। গতকাল রোববার উপজেলার তাঁজপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নজরুল ইসলাম তাঁজপুর গ্রামের মেছের মোড়লের ছেলে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জহরুল ইসলাম নিশ্চিত করেছেন। থানা পুলিশ জানায় এলাকাবাসীর খবরের ভিত্তিতে গতকাল সকালে তাঁজপুর মাঠ থেকে নজরুলের লাশ উদ্ধার করা হয়েছে। ইউপি চেয়ারম্যান জহরুল ইসলাম জানিয়েছে লাশের মাথা এবং মাথার পিছনের অংশে কোদালের আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে জমি-জমার বিরোধে শনিবার সন্ধার দিকে তাকে খুন করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আসাদুল ইসলাম, মেহেদী হাসান এবং জব্বার হোসেন নামের তিনজনকে আটক করা হয়েছে। থানা ওসি রফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার সোয়েব হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।