ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু ডি‌প্লোমা কৃ‌ষি‌বিদ প‌রিষদ য‌শোর জেলার আহ্বায়ক হলেন রিয়াদ

Tito
জুন ২, ২০২০ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি ।।
বঙ্গবন্ধু ডি‌প্লোমা কৃ‌ষি‌বিদ প‌রিষদ ২০০৪ সা‌লে যাত্রা শুরু ক‌রে এরিমধ্য পার করেছে ১৬ বছর। নতুন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সংগঠনটি দিয়েছেন য‌শোর জেলা শাখার আহ্বায়ক ক‌মি‌টির অনু‌মোদন। গত ১লা জুন এক বিজ্ঞপ্তিতে ১৩ সদস্যে বি‌শিষ্ট এই আহ্বায়ক ক‌মি‌টির অনু‌মোদন দেয় হয়েছে। সৈয়দ হা‌বিবুর রহমান রিয়াদ কে আহ্বায়ক ও পলাশ সরকার‌কে সদস‌্য স‌চিব ক‌রে বঙ্গবন্ধু ‌ডি‌প্লোমা কৃ‌ষিবিদ প‌রিষদ য‌শোর জেলা শাখার এই অনুমোদন দি‌য়ে‌ছেন বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবি প‌রিষ‌দের প্রতিষ্ঠাতা সভাপ‌তি ও বঙ্গবন্ধু ডি‌প্লোমা কৃ‌ষি‌বিদ প‌রিষ‌দের কেন্দ্রীয় সভাপ‌তি মোঃ জ‌হির উ‌দ্দিন মবু। ক‌মি‌টির অন‌্যান‌্য সদস‌্যদের মধ্যে মো ত‌রিকুল ইষলাম তা‌রেক, মে‌হে‌দি হাসান রা‌সেল ও মো. সাদ্দাম হো‌সেন যুগ্ন আহ্বায়ক এবং মোঃ হাসানুজ্জামান, নজরুল ইসলাম, প্রসেন মন্ডল, মোঃ মাসুদুজ্জামান, মিলটন কুমার বৈরাগী, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাইদুর রহমান জ‌নি, শেখ হাসানুজ্জামন হাসান কে সদস্য করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।