বিশেষ প্রতিনিধি।।
মণিরামপুরে বিদ্যুৎস্পর্শে সুব্রত সরকার (৩৮) নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়েনের ভবানীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সুব্রত ওই গ্রামের মৃত সুকুমার সরকারের ছেলে। তিনি দুই ছেলের জনক। ৭ বছর আগে সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে মারা যান সুব্রতর বাবা সুকুমার।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সৈয়দ বখতিয়ার জানান, বুধবার দুপুর দুইটার দিকে সুব্রত কাঠমিস্ত্রির সঙ্গে নিজের গোয়ালঘরের চালে ছাউনি লাগাতে সহায়তা করছিলেন। তারা বিদ্যুৎচালিত ড্রিল মেশিন দিয়ে কাজ করছিলেন। একপর্যায়ে লোডশেডিং হয়। তখন সংযোগ বিচ্ছিন্ন না করে মেশিনের তার গোছাচ্ছিলেন সুব্রত। হঠাৎ বিদ্যুৎ চলে আসায় বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।
এসআই বখতিয়ার বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।