হেলাল উদ্দিন, রাজগঞ্জ থেকে ।।
রাজগঞ্জ প্রেসক্লাবের আইসিটি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দৈনিক যশোরের খেদাপাড়া প্রতিনিধি মাস্টার মো. নজরুল ইসলামের অসুস্থ্য পিতা মোকছেদ আলী গাজীর আশু রোগ মুক্তি কামনা করে রাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকালে রাজগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম রবিউল ইসলাম।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলহাজ্ব কপিল উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা রজব আলী গাজী প্রমুখ। দোয়া মাহফিলটি পরিচিলনা করেন হানুয়ার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আশরাফুজ্জামান।