নজরুল ইসলাম, খেদাপাড়া থেকে।।
মনিরামপুর,যশোর। মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদে ৮ই জুন সোমবার সকালে ৮ম ধাপে ৪৭৫ পরিবারের মাঝে সরকারি ত্রান বিতরণ করা হয়। সরকারি জির আর প্রকল্পের মাধ্যমে ত্রান হিসাবে পরিবার প্রতি ১০কেজি চাউল এবং নগদ ৪০টাকা প্রদান করা হয়। যদিও আগে এ টাকার পরিমান ছিল ৫০ টাকা। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৭৫পরিবার নগদ অর্থ এবং চাউল পায়। উপজেলা (বনকর্তকর্তা) ট্যাগ অফিসার মোঃ গোলাম মোস্তফা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন এর উপস্থিতিতে খেদাপাড়া ইউনিয়ন পরিয়দের চেয়ারম্যান এস এম আব্দুল হক এ ত্রান বিতরন করেন। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মমিন, ইউ পি সচিব মৃনালকান্তি, ডাক্তার লক্ষন কুমার পাল, ইউ পি সদস্য মোঃ মুনছুরুর রহমান, ইউ পি সদস্য সাধন কুমার বিশ্বাস, মহিলা সদস্য শারিমিন সুলতানা, শাহানারা বেগম ইউ পি উদ্যোক্তা মোঃ আনোয়ার হোসেন এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।