ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর পল্লী বিদ্যুতের এজিএমসহ ২ ব্যাক্তির করোনা সনাক্ত ।। বাসায় চলবে চিকিৎসা

Tito
জুন ১১, ২০২০ ৭:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।
মনিরামপুরে আবারও ২ জনের করোনা সনাক্ত হয়েছে। এদের একজন যশোর পল্লীবিদ্যূৎ সমিতির-২ এর রাজগঞ্জ জোনাল অফিসের এজিএম রফিকুল ইসলাম অন্য জন উপজেলার কাশিপুর গ্রামে দক্ষিনপাড়ার আজিবর রহমানের ছেলে জিয়াউর রহমান। জিয়াউর কারিতাস নামে এনজিওতে কর্মরত আছেন।
বৃহস্পতিবার ( ১১ জুন) সকালে তাদের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসে। গত ৯ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর জিএম অরুন কুন্ডু বলেন, আম্ফানে রাজগঞ্জ এলাকা বেশী ক্ষতিগ্রস্হ্য হওয়াই এজিএম রফিকুল ইসলাম সার্বক্ষনিক এলাকাতে কাজ করেছেন। তারপর ৭জুন রফিকুল ইসলাম জ্বর অনুভব করলে ৯ জুন নমুনা দেওয়া হয়।
স্বাস্হ্য কর্মকর্তা শুভ্রা দেবনাথ জানায় দুইজনই শারীরিক ভাবে ভাল থাকায় নিজ নিজ বাড়ীতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।