ঢাকাশনিবার , ১৩ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজগঞ্জ-যশোর সড়কের বেহাল দশা ।। জন দুর্ভোগ চরমে

Tito
জুন ১৩, ২০২০ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নজরুল ইসলাম, খেদাপাড়া থেকে।।
রাজগঞ্জ পুলেরহাট সড়কে রাজগঞ্জ শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় এর সামনে একটু বৃষ্টি হলে জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি।
যশোর থেকে কুমিরা হয়ে সাতক্ষীরা যাওয়ার এই গুরুত্বপূর্ণ সড়ক টি রাজগঞ্জ বালিকা বিদ্যালয়ের সামনে ও হানুয়ারের মাহবুর সরদারের মৎস্য ঘেরের পাশে দুটি জায়গায় দুই তিনশ ফুট রাস্তা চলাচলের জন্য সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। এ কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। মাহাবুর এর ঘরের পাশে কিছু দিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য রাস্তা খারাপ থাকায় মটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মারা যায়। এ প্রসঙ্গে কথা হয়, মনিরামপুর উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম এর সাথে। তিনি জানান, দ্রুত ঘটনাস্থলে এসে পরিদর্শন পূর্বক ব্যবস্থা নিবেন। রাজগঞ্জ বাজারে ভুক্তভোগী অটো ব্যবসায়ী আবু দাউদ জানান, রাস্তার এই বেহাল দশার জন্য কোন কেনাবেচা হচ্ছে না। আমরা এই সড়কের সকল ব্যবসায়ী অনেক কষ্টে আছি। রাজগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করে এই সড়কটি নির্মাণ করেছে, যা – পানি বেঁধে নষ্ট হয়ে যাচ্ছে অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেন না। গুরুত্বপূর্ণ এই সড়কটি, দ্রুত সংস্কারের জন্য ভুক্তভোগী জনগণ জোর দাবি জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।