বিশেষ প্রতিনিধি।।
“মুজিব বর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুসারে ‘কুয়েট ছাত্রলীগ’ এর সারা বাংলাদেশ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে বুধবার মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১টি ফলজ, ১টি বনজ ও ১ টি ঔষধি গাছ রোপন করেন কুয়েট ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ সম্পাদক রায়হান আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের, রাসেল, গোপাল, অভিজিৎ, সুব্রত, জয়ন্তসহ আরো অনেকে।
কুয়েট ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ সম্পাদক রায়হান আহমেদ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে