খেদাপাড়া প্রতিনিধি।।
মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নে জালালপুর গ্রামে সাঁপের কামড়ে তাহেরুন্নেসা(৫৪) নামে এক জনের মৃত্যু হয়ছে। ২২শে জুন সোমবার রাত ৩টার দিকে তাকে সাঁপে কামড়ায়। প্রথমে তাকে স্থানীয় কবিরাজ আবু দাউদ এবং অন্য এক মহিলা করিরাজ দ্বারা চিকিৎসা করানো হয়। তারা ব্যার্থ হলে শেষ রাতের দিকে স্থানীয় ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার এসে দেখেন রোগী মারা গেছে। তাহেরুন্নেসার পিতা মৃত আফসার আলি গাজী। স্বামীর সাথে অবনিবনা হওয়ায় স্বামীর সংসার ছেড়ে দীর্ঘদিন সে বাপের বাড়িতে থাকত। তার একটি মেয়ে আছে। জালালপুর স্কুল মাঠে জানানা শেষে তাকে দাফন করা হয়।