বিশেষ প্রতিনিধি ।।
মণিরামপুরে তবিবুর রহমান (৩৫) নামে এক যুবক ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। আটক তবিবুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের আমীর আলী মুন্সির পুত্র এবং ইউনিয়ন আ’লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আলীম জিন্নাহর ভাই। শুক্রবার সন্ধ্যায় খেদাপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাঁশবাগান থেকে তাকে আটক করা হয়।
মণিরামপুর থানার এসআই আশরাফুল আলম ও খান আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদককারবারী তবিবুরকে ৫ বোতল ফেনসিডিলসহ হাতে-নাতে আটক করা হয়। এ সময়ে তার সাথে থাকা ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় অনেকে জানান, পুলিশের হাতে আটক তবিবুর তার ভাই আব্দুল আলীম জিন্নাহ ও নিজ প্রভাব বিস্তার করে অনেক আগে থেকে মাদক কারবারের সাথে জড়িত।