নূরুল হক, মণিরামপুর থেকে।।
মণিরামপুরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সরকারের এলজিআরডি মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)-এর সার্বিক সহযোগিতায় ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ উপজেলার পৌর ও বিভিন্ন ইউনিয়নের ৮০টি পরিবারের মধ্যে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা বিতরণ করা হয়। শনিবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর সভাপতিতত্বে বিতরণ অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক বাবুল আকতার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স,ম আলাউদ্দীন, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে ব্যক্তিগত কর্মকর্তা সজীব কুশরী, গাজী আসাদ, উপজেলা যুবলীগনেতা শিমুল কুশরী প্রমুখ।