ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে হঠাৎ ঝড়ে ঘরবাড়ি বিধবস্ত

Tito
জুলাই ১১, ২০২০ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

অসিম কুমার রায়, নন্দীগ্রাম থেকে।।
বগুড়ার নন্দীগ্রামে হঠাৎ দুই মিনিটের ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া বিদ্যুতের তারের উপর গাছ পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে আকাশে ঘন মেঘ দেখা দেয়ার পরেই প্রচন্ড ঝড়ের আঘাতে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়া গ্রামে ঘরবাড়ি বিধবস্ত হয়ে যায়। এতে গুলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মুকুল হোসেনসহ ১৮-২০টি ঘরবাড়ির টিন ঝড়ে উড়ে গেছে। এছাড়া ঝড়ে বিদ্যুতের তারের উপর গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোজাহারুল ইসলাম বলেছে, ঝড়ে বিদ্যুতের তারের উপর গাছপালা পড়ে ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করা হয়েছে। ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, হঠাৎ ঝড়ে তার ইউনিয়নের ১টি গ্রামে ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পরিদর্শন করে সহযোগিতা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।