ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

খেদাপাড়ায় ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির আলোচনা অনুষ্ঠিত

Tito
জুলাই ২১, ২০২০ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নজরুল ইসলাম, খেদাপাড়া থেকে।।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় খেদাপাড়া ইউনিয়ন পরিষদে রাইটস যশোর আশ্বাস আয়োজিত “মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী-পুরুষদের জন্য” প্রকল্প এর আওতাধীন ৭নং খেদাপাড়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির পরিচিতি অনুষ্ঠান এবং মানব পাচার প্রতিরোধে “ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সাথে সাংলাপ” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। ৭নং খেদাপাড়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি এবং ইউনিয়ন চেয়ারম্যান এস এম আব্দুল হকের সভাপতিত্বে এবং রাইটস যশোর অফিসের কর্মকর্তা ফিরোজ আলীর সঞ্চালনায় মানব পাচার প্রতিরোধে করনীয় প্রসঙ্গে সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়। মানব পাচারের কুফল, শাস্তি এবং তা প্রতিরোধ কি করনীয় যে বিষয়ে আলোচনা করেন রাইটস যশোর আশ্বাস এর প্রকল্প সমন্বয়কারী বাদশা মিঞা, মোঃ ফিরোজ আলী, সহযোগী বাবলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন, ইমাম ও ইউনিয়ন ম্যারেজ রেজিস্ট্রার (কাজী) মাওঃ মোঃ আব্দুল্লাহ, শিক্ষক ও সাংবাদিক নজরুল ইসলাম, ইউপি সচিব মৃনাল কান্তি, ইউপি সদস্য সাধন কুমার বিশ্বাস, ডাক্তার লক্ষন কুমার পাল, আনছার ভিডিপির লেডার সখিনা খাতুন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্যবৃন্দ, অনান্য ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন সমাজকর্মী সাধনা অধিকারী, উপ সহকারী কৃষি কর্মকর্তা লিটন সরকার, ইউনিয়ন আনছার ভিডিপি লেডার, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি বৃন্দ, মসজিদের ইমাম, এন জিও প্রতিনিধি, সাংবাদিক, শিশু ও যুবপ্রতিনিধি ইউপি সচিব সহ মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।