ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার করোনায় আক্রান্ত

Tito
জুলাই ২২, ২০২০ ৭:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

অসিম কুমার রায়, নন্দীগ্রাম থেকে।।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে নন্দীগ্রাম উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। এপর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২ জনে। ২১ জুলাই সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার নিজেই তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তার বাসায় স্বামী ও ২ শিশু সন্তানসহ গৃহকর্মী রয়েছে। তারা সবাই সুস্থ্য আছে। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলাবাসীদের সুরক্ষার জন্য অবিরাম লড়েছেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানান, আমার করোনা পজেটিভ এসেছে। তবে তেমন কোন উপসর্গ নেই। শুধু জ্বর ও হালকা কাশি রয়েছে। ২০ জুলাই আমি আমার নমুনা পরীক্ষা করতে দিয়েছিলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।