ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুর তাকওয়া ফাউন্ডেশনকে পিপিই ও মাস্ক প্রদান করলেন ইয়াকুব আলী

Tito
জুলাই ২৫, ২০২০ ৫:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্পেশাল করেসপনডেন্ট।।
বিশ্ব যখন ভয়ে ঘর বন্দি কোভিড-১৯ করোনা ভাইরাসের। করোনায় মৃত ব্যাক্তির কাছে যখন তার আত্মিয় স্বজনরা ভয়ে আসে না ঠিক তখন করোনাকালে বিপর্যস্ত মানবতার মধ্যেও সারাদেশে মানবতার আলোর মশাল জ্বালিয়ে তাকওয়া ফাউন্ডেশন এগিয়ে এলেন মৃত ব্যাক্তিকে দাফন কাফন করানোর জন্য। তাকওয়া ফাউন্ডেশন সারাদেশ ন্যায় তাদের যশোর জেলার মনিরামপুরেও গঠিত হয়েছ ০৩ জন নারী সদস্য সহ মোট ২০ সদস্য বিশিষ্ট কমিটি। ইতিমধ্যে মনিরামপুর কমিটি মৃত ব্যক্তিদের দাফনকাজ সম্পন্ন করেছেন। তাকওয়া ফাউন্ডেশন মনিরামপুর শাখার সদস্যদের স্বাস্থ্য ঝুঁকি নিরাপদে রাখতে মনিরামপুরের এক মহান হৃদয়ের মানুষ দানবীর ইয়াকুব আলী যশোর সিটিপ্লাজার চেয়ারম্যান এগিয়ে এলেন তাদের পাশে।
গত বৃহস্পতিবার ২৩শে জুলাই সিটি প্লাজার রিসিভশনে দানবীর সিটিপ্লাজার চেয়ারম্যান ইয়াকুব আলী তাকওয়া ফাউন্ডেশনে সদস্য আবুল কালাম আজাদ ও মোঃ আতাউল্লাহ্’র হাতে প্রত্যকে সদস্যর জন্য মোট ২০ পিস পিপিই, কেএন ৯৫ মাস্ক ও কিছু সারজিকাল মাস্ক তুলে দেন। এসময় উপস্থিত ছিলে মনিরামপুরের আরেক কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের তরুণ চিকিৎসক ডা. মেহেদী হাসান। যিনি মনিরামপুরের মানুষ কে ফ্রী করোনার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। কথা হয় সিটিপ্লাজার চেয়ারম্যান ইয়াকুব আলীর সাথে তিনি সাংবাদিকদের বলেন আমি সবসময় ভালোকাজ ও অসহায় মানুষে পাশে আছি এবং আল্লাহ্ যেন আমাকে রহমত করেন আমি আজীবন মানুষে কল্যানে পাশে থাকতে পারি। মনিরামপুর বাসীর কাছে আমি এই দোয়া কামনা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।