ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২০
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Tito
জুলাই ২৮, ২০২০ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

অসিম কুমার রায়, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ।।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রয়োজনে সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ পূর্ণগঠনে অংশ গ্রহণ করেছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গ্রহণ করা নানা আয়োজনের অংশ হিসেবে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১১ পদাতিক ডিভিশনের অধীনে ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সার্বিক ব্যবস্থাপনায় ও ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের চিকিৎসা ব্যবস্থাপনায় বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ প্রাঙ্গনে ২৮ জুলাই সকাল ১০ টা থেকে গর্ভবতী এবং প্রসূতি মহিলাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ চিকিৎসা সেবা প্রদান করেন বগুড়া সিএম এইচ এর স্ত্রী ও প্রসূতি রোগ বিশেজ্ঞ লে.কর্ণেল ডা. উম্মে রুম্মান। তাকে সহায়তা প্রদান করেন ফিল্ড এ্যাম্বুলেন্সের ক্যাপ্টেন ডা. আসাদুজ্জামান। এ মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্ণেল আলতাফ আলী পিএসসি এবং ক্যাপ্টেন ইসরাত চৌধুরী মীম। এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন জাহান বিউটি। ক্যাম্পেইনটি সফলভাবে পরিচালনা করতে ও চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করে ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের সেনা সদস্যগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।